সুপারনোভা: টাইপ-1A ও টাইপ-2
পদার্থের মৌলিক কণা “পরমাণু”। এই পরমাণু কাঠামো মূলত নির্ভর করে নিউক্লিয়াস ও নিউক্লিয়াস চারিদিকে অবস্থিত ইলেক্ট্রনের ওপর। প্রবলশক্তির প্রভাবে (strong nuclear force) নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন লাগালাগি অবস্থায় থাকে। কিন্তু, ইলেক্ট্রনদের ব্যাপার একদম আলাদা। কোয়ান্টাম মেকানিক্স অনুসারে ইলেক্ট্রনেরা নিউক্লিয়াস থেকে দূরে জটিল ত্রিমাত্রিক স্থানে তরঙ্গ আকারে অবস্থান করে। এই জটিল ত্রিমাত্রিক স্থানকে সাধারণ অর্থে কক্ষপথ… বিস্তারিত পড়ুন সুপারনোভা: টাইপ-1A ও টাইপ-2